একটি বিশেষ ঘোষণা , একটি বিশেষ ঘোষণা খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের উদ্যোগে প্রকৃত কৃষকের নিকট হতে ১২০০ টাকা মন দরে সরকারি গুদামে আমন ধান সংগ্রহ করা হবে। ২৩ নভেম্বর/২০২৩ খ্রি. তারিখ হতে সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সরকারি গুদামে ধান সংগ্রহের জন্য চালু হয়েছে কৃষকের অ্যাপ। জি হ্যাঁ আপনার মোবাইল ফোনে কৃষকের অ্যাপ এক্ষুণি ডাউনলোড করুন। ঘরে বসে খুব সহজে নিকটস্থ সরকারি গুদামে ধান বিক্রয়ের জন্য এক্ষুণি আবেদন করুন। নতুন কৃষক নিবন্ধন করলেই তা ধান বিক্রয়ের আবেদন হিসাবে গণ্য করা হবে। যাদের নিবন্ধন আগে করা আছে তাদেরকে শুধুমাত্র ধান বিক্রয়ের আবেদন করতে হবে। নিবন্ধন ও আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৩ খ্রি. পর্যন্ত। নিবন্ধন ও আবেদন সম্পন্ন হওয়ার পর সয়ংক্রিয়ভাবে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে এতে বার বার খাদ্য অফিসে যাওয়ার প্রয়োজন নেই অযথা হয়রানি নেই। ধান বিক্রয় বরাদ্দাদেশ জারি হওয়া মাত্রই কৃষক তার নিজের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন। বিস্তারিত জানার জন্য নিকটস্থ খাদ্য অফিস ও উপসহকারী কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার সাথে যোগাযোগ করুন।
প্রচারেঃউপজেলা খাদ্য নিয়ন্ত্রক,লালপুর,নাটোর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস